আগামী ২৫ থেকে ২৭ অক্টোবর ট্যুরের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এবারের পরিকল্পনা অনুযায়ী আমরা ট্রেনের মাধ্যমে ঢাকা-কক্সবাজার-ঢাকা ভ্রমণ ও সংগঠক ট্যুর সম্পন্ন করব। ট্যুরের বিস্তারিত নিম্নে বর্ণিত হলো:
যাত্রা শুরু : ২৪ অক্টোবর, রাত দশটা (কমলাপুর রেলওয়ে স্টেশন হতে)
ফিরতি যাত্রা : ২৭ অক্টোবর, দুপুর ১২ টা (কক্সবাজার রেলওয়ে স্টেশন হতে)
জনপ্রতি আনুমানিক ব্যয় : ১৩,০০০ টাকা (রেল ব্যবহার মাথায় রেখে এ বাজেট প্রণীত হয়েছে, রেল না পাওয়া গেলে বাস ভাড়া আরো কিছু বাড়তে পারে)
কক্সবাজারে যেহেতু হোটেল মোটেল আগেই বুক করতে হয় সেহেতু প্রকৃত সংখ্যা আগেই নির্ণয় করা অত্যন্ত জরুরী। এছাড়া রেলের বগি বুকিং এর ক্ষেত্রে সংখ্যাটি জানা দরকার। পূর্ববতী অনেক ট্যুরে দেখা গেছে অনেকেই আগে বাচ্চাদের তথ্য প্রদান করেন না।, ফলে যাতায়াত কিংবা আবাসনে কিছু বিব্রতকর অবস্থা তৈরি হয়, সেজন্য প্রত্যেকেই তাদের সন্তানদের তথ্য (বয়স যা ই হোক না কেন) অবশ্যই প্রদান করবেন।
আগামী রবিবারের মধ্যে আমাদের ট্যুরের অংশগ্রহণকারীদের সংখ্যা নিশ্চিত করতে হবে। তাই আগামী রবিবারের মধ্যে জনাব Rakib Islam কে (মোবাইল নম্বর ০১৭১২ ৬৪৪৫৮৬) এসএমএস, ইনবক্স বা ফোন অথবা সরাসরি অংশগ্রহণকারীদের তথ্য প্রদান করতে হবে। আপনারা এই পোস্টের কমেন্টেও সংখ্যাটা জানাতে পারেন।
ট্যুরের যাবতীয় খরচ বাজমে কাদেরিয়া শাখায় রক্ষিত সোনালী ব্যাংকার্সের চলতি হিসাবে (একাউন্ট নম্বর: 4438802000612) জমা করতে হবে। প্রাথমিকভাবে অংশগ্রহণকারী প্রতিজনের বিপরীতে নূন্যতম ৫০০০ টাকা জমা করার জন্য অনুরোধ করা হলো।
এবারের ট্যুরের সমন্বয়ক হিসেবে থাকবেন জনাব Abu Raihan, তাকে সহযোগিতা করবেন জনাব Md. Ashique Rezwan ও জনাব M.g. Kibria ।
ধন্যবাদ।
সদস্য সচিব
সোনালী ব্যাংকার্স