ব্যাংকিং ডিপ্লোমা ফলাফল প্রকাশিত হয়েছে।

ফলাফলের জন্য ক্লিক করুন..

একনজরে সোনালী ব্যাংকার্স-

সোনালী ব্যাংকার্স একুশ সদস্য বিশিষ্ট নির্বাহী বোর্ড দ্বারা পরিচালিত হয়। এর একটি সংগঠক বোর্ড, একটি উপদেষ্টা বোর্ড আছে। এই সংগঠনের প্রধানকে প্রধানসংগঠক বলা হয়। জনাব কামরুল হাসান এর প্রধান সংগঠক ও মো. রবিউল আলম এর সদস্যসচিব।

এর আটটি উপকমিটি রয়েছে। উপকমিটির দলনেতাকে সমন্বয়ক বলা হয়। একজন সমন্বয়ক ও সহসমন্বয়ক এর নেতৃত্বে প্রতিটি টিম কাজ করে।

সোনালী ব্যাংকার্স 2008 সাল থেকে অদ্যাবধি সোনালী ব্যাংকের কর্মবান্ধব পরিবেশ তৈরী , গ্রাহক সেবার উন্নয়নে উদ্ভাবনী অবদান রাখা ও কর্মকর্তাদের নৈতিক ও আধুনিক মানসিকতা গড়তে কাজ করে চলেছে। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হতে সদ্য যোগদান করা তরুণ কর্মকর্তা পর্যন্ত সবাই এই প্লাটফর্মে রয়েছেন। প্রতিদিন ব্যাংকিং জ্ঞান, সমস্যা, দক্ষতা বিনিময় করে। কর্মকর্তা ব্লগ লিখেন, মন্তব্য করেন, নির্বাহীগণ টকশোতে এসে বিভিন্ন বিষয়ে মতামত ও প্রশ্নোত্তরে যোগ দেন।

বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় তের হাজার।

 

::ঘোষণা::

সোনালী ব্যাংকার্সের সদ্য প্রয়াত সংগঠক, সাবেক এডমিন, নীলফামারি প্রিন্সিপাল অফিসের পিও ইনজিমামউল হক ইমন স্মরণে সোনালী ব্যাংকার্স চালু করেছে ইমন শিক্ষা বৃত্তি।

বিস্তারিত জানতে নক চোখ রাখুন।