Rules and Regulation

সোনালী ব্যাংকার্স শিক্ষাবৃত্তি কর্মসূচী
 
ভূমিকাঃ
একজন সহকর্মী যখন মৃত্যুবরণ করেন তখন তার সন্তান ছোট থাকলে সে অনেক অসহায় হয়ে পড়ে। পারিবারিক কাঠামো/পরিস্থিতি ভেদে ঐ এতিম সন্তানকে বিভিন্নরকম অবস্থার সম্মুখীন হতে হয়। আমাদের ইতোমধ্যে মৃত্যুবরণকারী সহকর্মী বা ভবিষ্যতে আমি/আমরা কেউ মৃত্যুবরণ করলে ঐ এতিম সন্তান যেনো শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে পারে এবং মাতা/পিতার সহকর্মীদের সাথে সংযুক্ত থাকতে পারে সে উদ্দেশ্যেই এই কর্মসূচী। আমাদের প্রয়াত সহকর্মীদের স্কুল/কলেজ পড়ুয়া নাবালক অসহায় সন্তানকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনতে এই কর্মসূচীর চালু করা হয়েছে।
 
কর্মসূচীর উদ্দেশ্যঃ
“সহকর্মীর সন্তান আমাদেরই সন্তান” এই ভাবনা থেকে সোনালী ব্যাংক লিমিটেড এর কর্মকর্তাদের মধ্যে ইতোমধ্যে মৃত্যুবরণকারী বা ভবিষ্যতে মৃত্যুবরণকারী সহকর্মীদের স্কুল/কলেজ পড়ুয়া সন্তানদের শিক্ষা কার্যক্রমে সহায়তার উদ্দেশ্যে এই কর্মসূচী চালু করা হয়েছে। কর্মসূচী শুরুর পর থেকে অনুদান সংগ্রহ ও বাস্তবায়নের মাধ্যমে এই কর্মসূচী শতভাগ সফল করা হবে।
 
“সোনালী ব্যাংকার্স শিক্ষাবৃত্তি” এর বিস্তারিত রুপরেখা নিম্নে উপস্থাপন করা হলোঃ
(ক) শিরোনামঃ সোনালী ব্যাংকার্স শিক্ষাবৃত্তি।
 
(খ) বাস্তবায়নকারীঃ সোনালী ব্যাংকার্স।
 
(গ) প্রাপ্তির যোগ্যতাঃ
০১. সোনালী ব্যাংকের প্রয়াত কর্মকর্তাদের সন্তান হতে হবে;
০২. স্কুল/কলেজে (প্রথম শ্রেনি হতে দ্বাদশ শ্রেনি পর্যন্ত) অধ্যয়নরত হতে হবে;
০৩. সোনালী ব্যাংকার্স নির্বাহী পর্ষদ কর্তৃক জারীকৃত সমসাময়িক শর্তাবলী।
 
(ঘ) প্রদান পদ্ধতিঃ
প্রয়াত সহকর্মীদের একটি ডাটাবেইজ থাকবে যেখান থেকে সামাজিক/ আর্থিক/ পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে বৃত্তি প্রদান করার জন্য যোগ্য সন্তান নির্বাচন করা হবে। নির্বাচিত সন্তানদের /অভিভাবকের সাথে যোগাযোগপূর্বক বৃত্তি প্রদান করা হবে। বৃত্তি প্রাপ্তির জন্য নির্বাচিত সন্তানদের সোনালী ব্যাংকে স্কুল হিসাব খুলতে হবে এবং উক্ত হিসাবে মাসিক ভিত্তিতে বৃত্তির অর্থ জমা করা হবে।
 
(ঙ) বৃত্তির সংখ্যা ও পরিমানঃ
বৃত্তির সংখ্যা ও পরিমান নির্ভর করবে সোনালী ব্যাংকার্স শিক্ষাবৃত্তি হিসাবে জমাকৃত ফান্ড বিবেচনায়। তবে কর্মসূচীর শুরুতে যেহেতু কোন ফান্ড জমা থাকবে না সেহেতু প্রথম বছরে সোনালী ব্যাংকার্স সংগঠক বোর্ড এর অনুদান হতে ন্যুনতম ২জন সন্তানকে ২টি (সম্ভব হলে অধিক) শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। পরবর্তীতে বৃত্তি দাতা হিসাবে জমাকৃত অর্থের বিনিয়োগ হতে প্রাপ্ত মুনাফার পরিমান বিবেচনায় বৃত্তি সংখ্যা ও পরিমান বৃদ্ধি করা হবে এবং সকল শিক্ষাবৃত্তি উক্ত মুনাফা হতে প্রদান করা হবে।
 
(চ) অর্থের উৎস ও ব্যবস্থাপনাঃ
সোনালী ব্যাংকার্স এর সংগঠক ও সদস্যদের অনুদান এই শিক্ষাবৃত্তির জন্য প্রয়োজনীয় অর্থের প্রাথমিক উৎস হিসেবে বিবেচিত হবে। এছাড়াও যেকোন ব্যক্তি/প্রতিষ্ঠানের অনুদান এবং এই শিক্ষাবৃত্তির আওতায় যেকোন বৈধ উপায়ে প্রাপ্য অর্থ এই ফান্ডে জমা করা যাবে। শিক্ষাবৃত্তি পরিচালনার জন্য ২টি ব্যাংক হিসাব পরিচালনা করা হবেঃ
০১. শিক্ষাবৃত্তি দাতা হিসাব (Scholarship Donors Account): বৃত্তি’র উদ্দেশ্যে প্রদত্ত অনুদান এই হিসাবে জমা হবে এবং সমসাময়িক লাভজনক ব্যাংকিং বিনিয়োগ করা হবে।
০২. শিক্ষাবৃত্তি বিতরণ হিসাব (Scholarship disbursement account): “শিক্ষাবৃত্তি দাতা হিসাব” হতে বিনিয়োগকৃত অর্থের মুনাফা এই হিসাবে জমা করা হবে। এই হিসাবের সমুদয় অর্থ বৃত্তি হিসেবে বিতরণ করা হবে। যেকোন বছরে এই হিসাবের স্থিতির পরিমান বিবেচনা করে ঐ বছরে বৃত্তির সংখ্যা ও পরিমান নির্ধারিত হবে।
 
(ছ) শিক্ষাবৃত্তি পরিচালনা উপকমিটি ও অডিটঃ
এই কর্মসূচী পরিচালনার জন্য সোনালী ব্যাংকার্স নির্বাহী পর্ষদ কর্তৃক গঠিত ৫/৭/৯ সদস্য বিশিষ্ট শিক্ষাবৃত্তি পরিচালনা উপকমিটি নিয়মানুযায়ী শিক্ষাবৃত্তির যাবতীয় কর্মকান্ড পরিচালনা করবে। শিক্ষাবৃত্তি’র তুলনায় সন্তানদের সংখ্যা অধিক হলে যাচাই-বাছাই এর ক্ষেত্রে সন্তানের শারীরিক অসুস্থ্যতা/অক্ষমতা, তুলনামূলক ছোট শ্রেণিতে অধ্যয়ন/ বয়স কম, পারিবারিক আর্থিক অসচ্ছলতা ইত্যাদি ও কমিটি কর্তৃক বিবেচ্য বিষয় অগ্রাধিকার বিবেচ্য হবে।
এ কমিটি প্রতি বছর শেষে শিক্ষাবৃত্তির যাবতীয় কর্মকান্ড নির্বাহী পর্ষদ সমীপে উপস্থাপন করবে। শিক্ষাবৃত্তির কর্মকান্ড যাচাই, বিশ্লেষণ ও উন্নয়নসহ সোনালী ব্যাংকার্স শিক্ষাবৃত্তি কর্মসূচির সকল কর্মকান্ড সোনালী ব্যাংকার্স নির্বাহী পর্ষদ কর্তৃক নিয়ন্ত্রিত হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যাংকের একজন ঊর্ধতন নির্বাহী (যিনি সোনালী ব্যাংকার্সের উপদেষ্টাগণের মধ্যে একজন) এই শিক্ষাবৃত্তি কর্মসূচীর প্রধান উপদেষ্টা থাকবেন। কর্মসূচীর সঠিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষাবৃত্তি পরিচালনা কমিটির কার্যক্র্যম নির্বাহী পর্ষদ কর্তৃক অডিট করা হবে। নির্বাহী পর্ষদ তাদের অডিটকৃত রিপোর্ট কর্মসূচীর প্রধান উপদেষ্টা কর্তৃক যাচাই ও প্রতিস্বাক্ষরিত করে সংরক্ষণ করবেন।
 
(জ) বিশেষ অবদানে শিক্ষাবৃত্তি উৎসর্গঃ
সোনালী ব্যাংকার্সের প্রতি সরল আনুগত্য, সংগঠনের স্বেচ্ছাসেবী/অলাভজনক কাজে নিজেকে উৎসর্গ করা ও বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ এই শিক্ষাবৃত্তির নির্দিষ্ট সংখ্যক/পরিমান উক্ত ব্যক্তির নামে উৎসর্গ করা যাবে, সেক্ষেত্রে উৎসর্গকৃত সংখ্যক শিক্ষাবৃত্তি সোনালী ব্যাংকার্স এর সাথে উক্ত ব্যক্তির নাম সংযুক্ত করে নামকরণ করা হবে। তবে এমন সিদ্ধান্ত সোনালী ব্যাংকার্স নির্বাহী পর্ষদ কর্তৃক গৃহীত হতে হবে।
 
(ঝ) কর্মসূচী পরিচালনা খরচ ও পরিধি বৃদ্ধিঃ
এই কর্মসূচীর পরিধি বৃদ্ধি’র লক্ষ্যে শিক্ষাবৃত্তি পরিচালনা উপকমিটি, নির্বাহী পর্ষদ, সংগঠক বোর্ড যেকোন বৈধ অনুষ্ঠান/আয়োজন করতে পারে। এসব অনুষ্ঠান/আয়োজন হতে প্রাপ্ত অর্থ শিক্ষাবৃত্তি দাতা হিসাব (Scholarship Donors Account) শিরোনামীয় ব্যাংক হিসাবে জমা হবে। এছাড়াও সবসময়ই যেকোন যেকোন আগ্রহী ব্যক্তি/প্রতিষ্ঠান এই বৃত্তি দাতা হিসাবে অর্থ অনুদান করতে পারেন। ফলে প্রতিবছরই শিক্ষাবৃত্তি বিনিয়োগ এর পরিমান বৃদ্ধি পাবে। বিনিয়োগ এর পরিমান বৃদ্ধির কারনে “শিক্ষাবৃত্তি বিতরণ হিসাব” এ জমাকৃত মুনাফার পরিমান বৃদ্ধি পাবে এবং বৃত্তির সংখ্যাও বৃদ্ধি পাবে।
যেকোন বছরে ৩১ ডিসেম্বরে “শিক্ষাবৃত্তি বিতরণ হিসাব” এর স্থিতির ভিত্তিতে শিক্ষাবৃত্তি পরিচালনা উপকমিটি ও নির্বাহী পর্ষদের যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী ঐ বছরের শিক্ষাবৃত্তির পরিমান/সংখ্যা পুনর্নির্ধারিত হবে। যৌথ সভার সিদ্ধান্ত কর্মসূচীর প্রধান উপদেষ্টাকে অবহিত করতে হবে।
“শিক্ষাবৃত্তি দাতা হিসাব” এর স্থিতি শুধুমাত্র বিনিয়োগের উদ্দেশ্যে এবং “শিক্ষাবৃত্তি বিতরণ হিসাব” এর স্থিতি শুধুমাত্র বৃত্তিপ্রাপ্ত সন্তানদের ব্যাংক হিসাবে বৃত্তির অর্থ স্থানান্তরের উদ্দেশ্যে ব্যবহৃত হবে। এছাড়া ব্যাংকবিধি অনুযায়ী হিসাবদুটি হতে প্রযোজ্য চার্জ কর্তিত হতে পারে। এর বাইরে কর্মসূচী পরিচালনা/কোন আয়োজন বা অন্য কোন খরচের উদ্দেশ্যে অথবা অন্য কোনভাবেই শিক্ষাবৃত্তি সংশ্লিষ্ট হিসাবের এর অর্থ অন্য কোন উদ্দেশ্যে ব্যয় করা যাবে না।
এই কর্মসূচী পরিচালনায় দাপ্তরিক/নথিপত্র/সভা খরচ/যাতায়াত/অন্যান্য খরচ সংক্রান্ত যাবতীয় ব্যয় সোনালী ব্যাংকার্স নির্বাহী পর্ষদ নিজস্ব উৎস হতে বহন করবে। বৃত্তি প্রদানের ক্ষেত্রে কখনো অর্থের সংকুলান কম হলে সংগঠন নিজস্ব উৎস হতে তা নির্বাহ করবে। অর্থাৎ-ব্যাংক চার্জ ও বৃত্তি প্রদান ব্যতিত বৃত্তি হিসাব হতে অন্য কোন খরচ নির্বাহ করা যাবে না।
 
(ঞ) কর্মসূচী’র তথ্য ও ডাটাবেইজ সংরক্ষণঃ
সোনালী ব্যাংকার্স শিক্ষাবৃত্তি কর্মসূচীর শিক্ষাবৃত্তি ফান্ড এ অনুদান প্রদানকারীদের (Donors) একটি ডাটাবেইজ তৈরী করতে হবে যেখানে অনুদানকারীর পরিচয় ও অনুদানের পরিমান উল্লেখ থাকবে। অনুদান এর ডাটাবেইজ, শিক্ষাবৃত্তি ফান্ড বিনিয়োগ হতে প্রাপ্ত অর্থ এবং প্রদেয় শিক্ষাবৃত্তির বিস্তারিত সোনালী ব্যাংকার্স নির্বাহী পর্ষদ কর্তৃক সংরক্ষণ করতে হবে। নির্বাহী পর্ষদের মেয়াদ শেষ হলে এই কর্মসূচীর তথ্যাদি নতুন নির্বাহী পর্ষদকে হস্তান্তর করতে হবে।
 
(ট) বিবিধঃ
সময়ের সাথে এই কর্মসূচী সংক্রান্ত যেকোন পরিবর্তন, পরিমার্জন, সংশোধন প্রয়োজন হলে তৎকালীন শিক্ষাবৃত্তি পরিচালনা উপকমিটি ও নির্বাহী পর্ষদের যৌথ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সম্পন্ন করা যাবে। তবে উল্লিখিত বিষয়াদি এবং এর বাইরেও এই কর্মসূচী সংশ্লিষ্ট যেকোন বিষয়ে তাৎক্ষণিক অস্পষ্টতা দেখা গেলে সোনালী ব্যাংকার্স নির্বাহী পর্ষদের সিদ্ধান্তই চুড়ান্ত বিবেচিত হবে।