সংগঠন সংবাদ: ২০২৪ ও ২৫ বর্ষের নির্বাহী পর্ষদ গঠন

সোনালী ব্যাংকার্সের সর্বোচ্চ নীতি নির্ধারনী বোর্ড “নির্বাহী পর্ষদ” গঠন করা হয়েছে। এই পর্যদ আগামী দুই বছরের জন্য কাজ করবেন। নবগঠিত কমিটির সদস্য সংখ্যা ২৯ জন। জনাব কামরুল হাসানকে প্রধান সংগঠক ও রবিউল আলমকে সদস্য সচিব করে নবপর্ষদ গঠন করা হয়। গঠনতন্ত্রের বিধি মোতাবেক সোনালী ব্যাংকার্সের সভাপতিকে “প্রধান সংগঠক” বলা হয়। বোর্ডের প্রতিটি সদস্য নির্বাহী সংগঠক হিসেবে পরিচিত হয়। অন্যান্য সংগঠনের এখানে সম্পাদক/সেক্রেটারি নেই। এখানে ৮টি টিমে সমন্বয় হিসেবে ৮জন নির্বাহী সদস্য কাজ করেন।

 

২৯জনের সমন্বয়ের পর্ষদ:

জনাব এ. এস. এম. কামরুল হাসান, চীফ

জনাব মো. রবিউল আলম, সদস্য সচিব

 

প্রশাসন টিম

জনাব এস.এম. মাযহারুল ইসলাম, সমন্বয়ক

জনাব প্রদীপ কুমার সরকার, সহ-সমন্বয়ক,

 

প্রযুক্তি ও অনলাইন টিম

জনাব মোঃ রাকিবুল ইসলাম সমন্বয়ক

মো. এস.এম গোলাম কিবরিয়া, সহসমন্বয়ক

 

ব্যাংকিং কার্যাবলী টিম

জনাব শ্যাম্পল চন্দ্র মন্ডল, সমন্বয়ক

জনাব তালুকদার মোঃ আবু আল ইমরান  সহ-সমন্য়ক

 

অনুষ্ঠান ও সামাজিক সমন্বয় টিম

জনাব ফারজানা আফরোজ শিখা, সমন্বয়ক

জনাব এস. এম. আবু রায়হান, সহ-সমন্বয়ক

 

প্রকাশনা ও প্রচার টিম

জনাব মো: মনোয়ার হোসেন ভূঁইয়া (মনোয়ার রুবেল),  সমন্বয়ক

জনাব মো: ইউসুফ জুবেরী, সহ-সমন্বয়ক

 

তহবিল ব্যবস্থাপনা টিম

জনাব সুরাইয়া হোসেন, সমন্বয়ক,

জনাব নাজিয়া জামাল, সহ-সমন্বয়ক

 

গবেষণা ও উন্নয়ন টিম

জনাব আরেফিন আলম (তুহিন খন্দকার), সমন্বয়ক

জনাব খাতুনে জান্নাত সোহানা, সহ-সমন্বয়ক

 

সংযোগ ও সমন্বয় টিম

জনাব আল ইমরান, সমন্বয়ক,

জনাব মো. আশিক রেজওয়ান, সহ-সমন্বয়ক

 

সদস্য:

জনাব মো: মাঈদুল ইসলাম সরকার

জনাব মো: হাসান মনছুর

জনাব সবিতা বেপারী টিপু

জনাব আজাদ হোসেন তপু

জনাব মো. রইছ উদ্দিন শায়ান

জনাব হাসান তারেক

জনাব ফেরদৌস রায়হান

জনাব মোস্তফা নাজমুল কাউসার

জনাব বিপুল কুমান সূত্রধর

জনাব আফরিন জাহান

জনাব ঝুলন সরকার ইতি

 


বিগ